ঢাকা, শুক্রবার, ৭ আষাঢ় ১৪৩১, ২১ জুন ২০২৪, ১৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

অটোরিকশার ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
অটোরিকশার ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অটোরিকশার ধাক্কায় আব্দুর রাকিব (১৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২১ জানুয়ারি) সকালে ওই উপজেলার রামজীবনপুর কাচারিমোড় বেতবাড়িয়া রোডে এ ঘটনা ঘটে।

রাকিব শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউপির নাককাটিতলা এলাকার রুবেল আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, শুক্রবার সকাল ৮টার দিকে রাকিব বাইসাইকেল যোগে চাঁপাইনবাবগঞ্জের দিকে আসছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে একটি অটোরিকশার ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ অটোরিকশাটি আটক করেছে তবে এর চালক পলাতক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।