ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

শেরপুরে ধান ক্ষেতে অজ্ঞাত নারীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
শেরপুরে ধান ক্ষেতে অজ্ঞাত নারীর মরদেহ ...

শেরপুর: শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের নিজ আন্ধারিয়া গ্রাম থেকে অজ্ঞাত (৪০) নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

শনিবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।

জানা গেছে, সদর উপজেলার নিজ আন্ধারিয়া গ্রামের কৃষক ফরমান আলীর চাষ করা ইরি বোরো ক্ষেতের পাশে শুক্রবার (২১ জানুয়ারি) রাতের কোনো এক সময়ে ওই নারীকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে। শনিবার সকাল ৭টার দিকে কৃষক ফরমান আলী তার ক্ষেতে চারা রোপণ করতে গিয়ে ওই নারীর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।