ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ট্রলিচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ট্রলিচালক নিহত ফাইল ফটো।

নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলায় মাটি বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে আব্দুল ওয়াহাব (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের এন্দোয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আব্দুল ওয়াহাব ওই এলাকার ইয়াসিন আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে ওই এলাকার মাঠ থেকে একটি ট্রলিতে করে মাটি নিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন আব্দুল ওয়াহাব। এসময় আগ্রাদ্বিগুন ইউনিয়নের এন্দোয়া নামক এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রলিটি উল্টে যায়। এসময় ট্রলিতে থাকা মাটির নিচে চাপা পড়ে গুরতর আহত হন আব্দুল ওয়াহাব। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এলাকার পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।