ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় বাইসাইকেল পেলেন ৭৫ গ্রাম পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
নওগাঁয় বাইসাইকেল পেলেন ৭৫ গ্রাম পুলিশ

নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলায় গ্রাম পুলিশদের বাই-সাইকেল দেওয়া হয়েছে। উপজেলার ৮ ইউনিয়নের ৭৫ জন গ্রাম পুলিশকে বাই-সাইকেল দেওয়া হয়।

 

শনিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সাইকেল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, নির্বাহী অফিসার (ইউএনও) গনপতি রায়, সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, সরকারি এম এম কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শহীদুল ইসলাম,  উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ২২ জানুয়ারি, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।