ভোলা: ভারতীয় সরকারের দেওয়া লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ভোলা পৌরসভায় হস্তান্তর করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার (খুলনা) রাজেশ কুমার রায়না।
শনিবার (২২ জানুয়ারি) বিকেলে ভোলা পৌরসভার সম্মেলন কক্ষে এই অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়।
ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিব আহমেদ, সহকারী পুলিশ আব্বাস উদ্দিনসহ পৌরসভার কর্মকর্তা, কাউন্সিলর ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।
সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না বলেন, বাংলাদেশ এবং ভারত একই মায়ের দুই সন্তান। আমরা পরস্পরের প্রতি সহযোগিতায় বিশ্বাস করি।
তিনি আরও বলেন, বর্তমানে করোনা প্রকোপ বেড়েছে। এটি একটি বৈশ্বিক সমস্যা, এটি কোনো দেশের একার সমস্যা নয়, এটি সব দেশের সমস্যা। এটি সম্মলিতভাবে মোকাবিলা করতে হবে।
এ সময় তিনি ভোলা পৌর এলাকার বিভিন্ন উন্নয়নের প্রশংসা করেন।
অনুষ্ঠানের শুরুতে ভারতীয় সহকারী হাইকমিশনার, সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ একে অপরের সঙ্গে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে পৌরসভার পক্ষ থেকে ভারতীয় সহকারী হাইকমিশনাকে শুভেচ্ছা জানান পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
আরএ