ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বারিধারায় ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
বারিধারায় ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট আগুন

ঢাকা: রাজধানীর বারিধারায় একটি ছয় তলায় ভবনের পাঁচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

 

রোববার (২৩ জানুয়ারি) বিকেল ৪টা ২৪ মিনিটে বারিধারা জে ব্লকের ৫ নম্বর রোডের ওই ভবনে এ আগুনের সূত্রপাত ঘটে।  

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা (পরিদর্শক) শাজাহান সিকদার বাংলানিউজকে বলেন, বারিধারায় ৬ তলা ভবনের ৫ তলায় আগুন লাগার সংবাদ পাই বিকেল ৪টা ২৪ মিনিটে। এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় বিকেল ৪টা ৩০ মিনিটে। ঘটনাস্থলে মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।