ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে বাস পুকুরে, আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
টাঙ্গাইলে বাস পুকুরে, আহত ২৫ পুকুরে বাস।

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় ২৫ জন আহত হয়েছেন।

 

সোমবার (২৪ জানুয়ারি) ভোর রাতে কালিহাতী উপজেলার এলেঙ্গা-ভূঞাপুর রোডের যদুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

কালিহাতী উপজেলার এলেঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আবুল কালাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, বুড়িমারি থেকে হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব- ১৫-০২৪২) ঢাকার দিকে যাচ্ছিলো। পথে ভোর রাত ৪টা ৪০ মিনিটে এলেঙ্গা-ভূঞাপুর রোডের যদুরপাড়া এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পুকুরে পড়ে যায়। বাসে থাকা ২৫ জন যাত্রী ভেতরে আটকা পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। এদের মধ্যে ১৭ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় আট জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।   দুর্ঘটনার পরে চালক ও হেলপার পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।