ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কলারোয়ায় শুভসংঘের কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
কলারোয়ায় শুভসংঘের কম্বল বিতরণ

সাতক্ষীরা: কলারোয়ায় ৬০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ।

সোমবার (২৪ জানুয়ারি) উপজেলার জয়নগর ইউনিয়নের সরসকাটি দাখিল মাদরাসা চত্ত্বরে এই কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে কালের কণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে কালের কণ্ঠ শুভসংঘ কলারোয়া উপজেলা শাখার সভাপতি ফারুক হোসাইন রাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা তপন সাহা, সরসকাটি দাখিল মাদরাসার সুপার মাওলানা মুজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য জয়দেব কুমার সাহা, কালের কণ্ঠ শুভসংঘ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ফাহাদ হোসেন, শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন- কালের কণ্ঠ শুভসংঘের আব্দুল হান্নান, সামির হোসেন, ইব্রাহিম হোসেন, ফারুক হোসেন, আব্দুল্লাহ হামিদ, মুসলিমা, রফিকুল, জাহাঙ্গীর আলম, সিদ্দিকুর রহমান, ফয়সাল আহমেদ, শাহানা আক্তার, সোহাগ হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপের সহায়তায় কালের কণ্ঠ শুভসংঘ অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবিদার। আমাদের সবার উচিত সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানো।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।