বরগুনা: ঘন কুয়াশা ও ডুবোচরের কারণে প্রায় সাড়ে নয় ঘণ্টা বন্ধ থাকার পর বরগুনার আমতলী-পুরাকাটা নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফেরি চালু হয়।
এ রুটের ইউটিলিটি ফেরিচালক দোলন মিয়া বাংলানিউজকে বলেন, নাব্যতা সংকট ও ঘন কুয়াশার কারণে রাতে নৌযান ও ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশা বাড়ায় দুর্ঘটনা এড়াতে রাত ২টার দিকে আমতলী-পুরাকাটা রুটে ফেরি বন্ধ করে দেওয়া হয়। পরে সকালে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমে গেলে ফেরি চালু করা হয়।
বরগুনার অপর রুট বড়ইতলা-বাইনচটকিতে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে ফেরি বন্ধ থাকায় আমতলী ও পুরাকাটা ফেরিঘাটে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের দীর্ঘ লাইন দেখা গেছে।
বিআইডব্লিউটিএ বরগুনা নদী বন্দর কর্মকর্তা মামুন অর রশিদ বাংলানিউজকে বলেন, সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চটি কুয়াশার কারণে নির্দিষ্ট সময়ের চেয়ে দেরি করে বরগুনা বন্দরে পৌঁছেছে।
বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বাংলানিউজকে বলেন, এক দিকে ঘন কুয়াশা, অন্যদিকে ডুবোচরে ফেরি চলাচল অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
এসআই