ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হিমেলের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে রাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
হিমেলের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের মৃত্যুর ঘটনায় ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

বুধবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাবির কেন্দ্রীয় মসজিদে হিমেলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এসব তথ্য জানান অধ্যাপক সাত্তার।

তিনি জানান, ক্ষতিপূরণের টাকা বুধবারের মধ্যেই হস্তান্তর করা হবে। এছাড়াও একটি হত্যা মামলা দায়ের এবং রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আরেক শিক্ষার্থী রায়হানের চিকিৎসার সব খরচ প্রশাসন বহন করবে।

এদিন সকাল ১০টার দিকে হিমেলের মরদেহ চারুকলা অনুষদ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। এ সময় তার শিক্ষক ও সহপাঠীদের কান্নায় ভেঙে পড়েন।

জানাজার আগে উপাচার্য অধ্যাপক সাত্তার বলেন, আমি হিমেলের মাকে কথা দিয়েছি, শিক্ষার্থীরা যেসব দাবি উত্থাপন করেছেন তা মেনে নেব। হিমেলের মায়ের দায়িত্বও নিয়েছি আমরা। ক্ষতিপূরণ নিয়ে তার সঙ্গে কথা বলেছি। বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী ৫ লাখ টাকার বেশি ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। আজই হিমেলের মায়ের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। আর ফাইন্যান্স কমিটির সঙ্গে বৈঠক করে এই ক্ষতিপূরণ বাড়ানো সম্ভব হলে সেটি করা হবে।

জানাজায় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে শহীদ হবিবুর রহমান হলের সামনে ট্রাকচাপায় মারা যান মাহমুদ হাবিব হিমেল। তিনি রাবির গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন শহীদ শামসুজ্জোহা হলে।  

হিমেল রাবি ড্রামা অ্যাসোসিয়েশনের (রুডা) সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের দফতর সম্পাদক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।