ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ফাল্গুন ১৪৩১, ১৩ মার্চ ২০২৫, ১২ রমজান ১৪৪৬

জাতীয়

২৬ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায়ই এমপি হচ্ছেন নাহিম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১২
২৬ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায়ই এমপি হচ্ছেন নাহিম

ঢাকা: শরীয়তপুর-৩ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী টি আই এম মহিতুল গনির আপিল খারিজ দিয়েছে নির্বাচনী আপিল ট্রাইবুন্যাল। এতে ২৬ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দিতায় এমপি হচ্ছেন রাজ্জাকপুত্র নাহিম রাজ্জাক।



বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বাধীন আপিল কর্তৃপক্ষ মহিতুল গনির আপিল খারিজ ঘোষণা করেন।

এর আগে বেলা ১২টার দিকে আপিল আবেদনের ওপর শুনানি করেন আপিল কর্তৃপক্ষ। শুনানি চলে প্রায় এক ঘণ্টা। শুনানি শেষে আপিল কর্তৃপক্ষ দুই ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন। বৈঠক শেষে সন্ধ্যায় মহিতুল গনির আপিল খারিজ ঘোষণা করা হয়।

রায়ের প্রতিক্রিয়ায় স্বতন্ত্র প্রার্থী মহিতুল গনি বলেন, ‘রায়ের মাধ্যমে কমিশন প্রমাণ করলো তারা নিরপেক্ষ নয়। আমরা আশা করেছিলাম নতুন কমিশন তাদের প্রথম রায়টি নিরপেক্ষভাবে দেবে। ’

তিনি অভিযোগ করেন, মনোনয়নপত্রের সঙ্গে যে এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়া হয়েছিল তা সরিয়ে অন্য ভোটারদের নাম দেখানো হয়েছে।

তিনি বলেন, ‘এ নিয়ে রোববার আমি উচ্চ আদালতে যাবো। ’

মহিতুল গনির আপিল খারিজ হওয়ার ফলে প্রয়াত আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গেল।

সিইসির নেতৃত্বে আপিল শুনানি করেন নির্বাচন কমিশনার আবু হাফিজ, মোহাম্মদ আব্দুল মোবারক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী ও মো. শাহ নেওয়াজ। মহিতুল গনির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জাকির হোসেন ভুঁইয়া।

মহিতুল গনির আপিল খারিজ হওয়ার পর নির্বাচনের রিটার্নিং অফিসার ফরহাদ আহম্মদ খান বলেন, ‘রায়ের কপি পাওয়ার পর আগামী ২৬ এপ্রিল বিকেল পাঁচটার পর নাহিম রাজ্জাককে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় পার হওয়ার আগে কাউকে বিজয়ী ঘোষণা করার আইনগত কোনো সুযোগ না থাকায় এটি করা হবে। ’

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি মৃত ব্যক্তিকে সমর্থক দেখিয়ে স্বাক্ষর জমা দেওয়ার প্রমাণ পাওয়ায় রিটার্নিং অফিসার ফরহাদ আহম্মদ খান মহিতুল গনির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

গত ২৩ ডিসেম্বর আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শরীয়তপুর-৩ আসনটি শূন্য হয়। এরপর গত ২ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।