ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কচুক্ষেতে দুই জুয়েলার্স থেকে ৩০০ ভরি স্বর্ণ চুরি  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
কচুক্ষেতে দুই জুয়েলার্স থেকে ৩০০ ভরি স্বর্ণ চুরি   ছবি-জিএম মুজিবুর

ঢাকা: রাজধানীর কচুক্ষেত এলাকার দুইটি স্বর্ণের দোকানে তালা কেটে চুরির অভিযোগ উঠেছে।  

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে রজনীগন্ধা টাওয়ারের দোকান দুটিতে এই ঘটনা ঘটে।

 

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী দোকান মালিক আবুল কালাম ভূঁইয়া বাংলানিউজকে বলেন, আমার দুটি দোকানের তালা কেটে দুষ্কৃতিকারীরা ঢুকে চুরি করেছে। দোকানের দুটি লকার ভেঙে প্রায় ৩০০ ভরি স্বর্ণ ও ডায়মন্ডের কিছু জিনিসপত্র চুরি হয়েছে। এছাড়াও নগদ ৫ লাখ টাকা নিয়ে গেছে। দুই দোকান মিলিয়ে আমার প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে।

উপ-পরিদর্শক মামুন গাজী বলেন, শুক্রবার রাতে একই মালিকের দুটি দোকানে তালা কেটে স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।  

ভাষানটেক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান হোসেন বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি ডাকাতির ঘটনা নয়, চুরির ঘটনা ঘটেছে। রাতে (শুক্রবার রাতে) দোকান দুটি থেকে তালা কেটে স্বর্ণ চুরি করা হয়। আমরা এই ঘটনা নিয়ে কাজ করছি, পরে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
এমএমআই/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।