ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ভোটের আগের রাতেই নৌকার চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
ভোটের আগের রাতেই নৌকার চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু

কুমিল্লা: ভোটের আগের রাতেই মারা গেলেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামান ভূঁইয়া মুকুল। রোববার (০৬ ফেব্রুয়ারি) রাত ৯টার সময় হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

তিনি দেবিদ্বারের ভানী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সোমবার অনুষ্ঠিতব্য নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী।  

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উন-নবী। তিনি জানান, আমি শুনেছি তিনি কুমিল্লার একটি হাসপাতালে মারা গেছেন। এ বিষয়ে বিস্তারিত বলতে পারছি না।  

দেবিদ্বার উপজেলার নির্বাচন কর্মকর্তা আলতাফ হোসেন জানান, নুরুজ্জামানের ডেথ সার্টিফিকেট এখনো হাতে পাইনি। যদি হাতে পাই, তাহলে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হবে। সদস্য পদে নির্বাচন চলবে।

বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।