ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

মুগদায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
মুগদায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর মুগদা থেকে শেখ মো. দাউদুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে মুগদা থানা পুলিশ জানায়, এ ঘটনায় মৃত দাউদুলের স্ত্রী মরিয়মকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, সোমবার (০৭ ফেব্রুয়ারি) রাতে খবর পেয়ে দাউদুলের মরদেহ উদ্ধার করা হয়। তার নাক দিয়ে রক্ত ঝরছিল। এছাড়া আর কোনো বাহ্যিক চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দাউদুলের বাড়ি খুলনায়। তার মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন মুগদা থানার ওসি জামাল উদ্দিন মীর।

বাংলানিউজকে তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে দাউদুল যে নারীকে স্ত্রী পরিচয়ে বাসায় এনেছিলেন তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই নারীর মানসিক সমস্যা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।