ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

ফুলের দোকানে ফাগুন হাওয়া

দেলোয়ার হোসেন বাদল, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
ফুলের দোকানে ফাগুন হাওয়া

ঢাকা: আর মাত্র একদিন পরই পহেলা ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবস। দিবস পালনে ব্যাপক প্রস্তুতি রাজধানীবাসীসহ সারাদেশ।

হোটেল-মোটেলসহ রাজধানীর উদ্যানগুলোতে রয়েছে বিভিন্ন আয়োজন।

ফাগুনের আগমনে পলাশ গাছগুলো ফুলে ফুলে ঢাকা। ফুলের মাঝে খাদ্য সংগ্রহে ব্যস্ত পাখি। এদিকে ফাগুন ও ভালোবাসা দিবসকে বরণ করতে ফুলের দোকানগুলোতে লাল ও বাসন্তী রংয়ের শাড়ি পরা ফুলপরীদের ভিড়। দেখে মনে হচ্ছে স্বর্গ থেকে সব পরীরা ফুল কিনতে মর্তে নেমে এসেছেন।

রাজধানীর ফুলের দোকানগুলোকে সাজানো হয়েছে বিভিন্ন রকমের ফুলের সমারোহে।

দোকানগুলোর বিক্রেতারা ব্যস্ত নতুন নতুন ডিজাইনের ফুলের গহনা তৈরি করতে।

বাসন্তী রংয়ের শাড়ি পরে ফুলের চুড়ি, মালা, তাজ মাথায় পরে ঘোরাঘুরি ও ফুল কেনায় ব্যস্ত মেয়েরা।

আবার যুগলদের প্রপোজ করতেও দেখা গেছে ফুলের দোকানের সামনে।

প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি পহেলা ফাগুন ও ভালোবাসা দিবস পালন করা হয়। দিবসগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুল তলা ও সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে পহেলা ফাগুনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় লাল ও বাসন্তী রংয়ের শাড়ি-পায়জামা পরে সব বয়সীরা অনুষ্ঠান উপভোগ করেন। আশেপাশে ঘোরাঘুরি করেন। এছাড়া হাতিরঝিল, রমনা, ধানমন্ডির রবীন্দ্র সরোবরসহ বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।