ঢাকা, মঙ্গলবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ মে ২০২৪, ১৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

এনজিওর নিয়ন্ত্রণে যাচ্ছে না সরকারি হাসপাতাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
এনজিওর নিয়ন্ত্রণে যাচ্ছে না সরকারি হাসপাতাল

ঢাকা: ব্যয় কমাতে সরকারি হাসপাতালগুলো এনজিওর নিয়ন্ত্রণে দিতে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাতিল করেছে মন্ত্রিসভা।  

২০০৭ সালের ২১ এপ্রিল উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তটি রোববার (২০ ফেব্রুয়ারি) বাতিলের প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রোববার ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।  

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বেশ কিছু হাসপাতালে ব্যয় কমাতে হাসপাতালগুলো এনজিওর কাছে দিতে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয় অনেক পরীক্ষা-নিরীক্ষা করে বলেছে, সরকারি হাসপাতালগুলো এনজিওকে দিলে সমস্যা হবে। ডাবল ম্যানেজমেন্ট শুরু হবে, অর্ধেক এনজিও, অর্ধেক সরকারি। স্টাফ কে যাবে, কে যাবে না, তাদের চাকরির কন্ডিশন কী হবে, এগুলো নিয়ে ঝামেলা হবে। এজন্য সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এনজিওগুলো হাসপাতাল করলে সরকার তাদের সহায়তা করবে। পিপিপির মাধ্যমে কেউ চিকিৎসার ব্যবস্থা করতে চাইলে সরকার সহায়তা করবে।  

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।