ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জুয়া খেলায় ইউপি সদস্যসহ ৪ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
জুয়া খেলায় ইউপি সদস্যসহ ৪ জনকে জরিমানা প্রতীকী ছবি

নড়াইল: নড়াইলের কালিয়ায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে এক ইউপি সদস্যসহ চারজনকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহুরুল ইসলাম এ জরিমানা করেন।

ওই চারজন হলেন, উপজেলার ৫নং সালামাবাদ ইউপি সদস্য ও দেবীপুর গ্রামের মৃত মোতালেব শেখের ছেলে মো. লোবান শেখ (৩৮), উপজেলার বিলবাউচ গ্রামের মৃত জিয়ার আলী শেখের ছেলে মো. ফয়সাল শেখ (৩০), একই গ্রামের আবছের শেখের ছেলে নাজমুল শেখ (৩৫) ও নড়াগাতি গ্রামের মৃত বদরুদ্দীন ফরাজীর ছেলে আমিনুর ফরাজী (৪২)।

সহকারী কমিশনার (ভূমি) জহুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টার দিকে দেবীপুর খাল পাড়ের একটি বাগান থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা,মার্চ ০৩, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।