ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখায় জিপগাড়ির ধাক্কায় সাব্বির হোসেন (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃ্হস্পতিবার (১০ মার্চ) সকালে চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের তালিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির তালিমপুর এলাকার আতাউর রহমানের ছেলে ও তালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সাব্বির হোসেন মক্তব থেকে বাড়ি ফিরছিল। চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় বারইগ্রামগামী কালো রঙের একটি জিপগাড়ি দ্রুত গতিতে এসে সাব্বিরকে ধাক্কা দিয়ে ফেলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা সাব্বিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছেলেটিকে ধাক্কা দিয়ে জিপগাড়ি চালক দ্রুত পালিয়েছে।

মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য ছেলেটির পরিবার যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল। অনুমতি পাওয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ১০ মার্চ, ২০২২
বিবিবি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।