ঢাকা: মুসলিম বিয়ে ও তালাক বিধিমালা জনস্বার্থে আধুনিক ও যুগোপযোগী করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
সোমবার (১ মার্চ) জাতীয় সংসদের সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, মো. আব্দুল মজিদ খান এবং রুমিন ফারহানা অংশ নেন।
বৈঠকে দ্য মুসলিম ম্যারিজ অ্যান্ড ডির্ভোস (রেজিস্ট্রেশন) অ্যাক্ট, ১৯৭৪ বাস্তবায়ন ও অগ্রগতির ওপর বিস্তারিত আলোচনা হয় এবং নিকাহ রেজিস্ট্রার কর্তৃক ২০১৯ ২০২১ সাল পর্যন্ত ট্রেজারিতে জমা দেওয়া হিসাব বিবরণী উপস্থাপন করা হয়।
বৈঠকে ‘মুসলিম বিয়ে ও তালাক (নিবন্ধন) বিধিমালা’ জনস্বার্থে আধুনিক ও যুগোপযোগী করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।
বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার বিভাগের সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
এসকে/এএটি