ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কামাল উদ্দিন (৪৮) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ মার্চ) সকাল ১০টা ৪১ মিনিটে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান কারারক্ষী খাদেমুল।

সেখানে কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মুহাম্মদ আব্দুস সেলিম জানান, বিমানবন্দর থানার ০৪ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মাদক মামলায় কারাগারে ছিলেন কামাল। ১৭ ফেব্রুয়ারি তাকে কারাগারে আনা হয়। বুধবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শান্তিনগর বাজারে হাতিল ফার্নিচারের ম্যানেজার ছিলেন কামাল। থাকতেন ওই ভবনের ষষ্ঠ তলায়। তিন সন্তানের বাবা ছিলেন তিনি। কামাল কুমিল্লার লাঙ্গলকোর্ট উপজেলার যোদ্ধা মিয়া বাড়ি এলাকার বাসিন্দা এবং আমিন উল্লাহর ছেলে।

তার পরিচিত আব্দুর রহিম জানান, দেড় মাস আগে বিমানবন্দরে এক ব্যক্তির সঙ্গে মাদক পাওয়া যায়। সেই ব্যক্তির দেওয়া তথ্যে কামালকে গ্রেফতার করেছিল পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।