ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

খুলনায় ৩ দিনব্যাপী স্বাধীনতা মেলা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
খুলনায় ৩ দিনব্যাপী স্বাধীনতা মেলা শুরু

খুলনা: খুলনা প্রেসক্লাব ও রোটারি ক্লাব অব আধুনিক খুলনার আয়োজনে তিন দিনব্যাপী স্বাধীনতা মেলা শুরু হয়েছে।  

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর দেড়টায় খুলনা প্রেসক্লাব চত্বরে মেলার উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ।

এতে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- খুলনা প্রেসক্লাবের সবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, সহ-সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, হাসান আহমেদ মোল্লা, রোটারি লেফটেন্যান্ট গর্ভনর রোটারিয়ান আশীষ দে প্রমুখ।

মেলার আয়োজরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। স্থানীয় ও জাতীয় পর্যায়ে স্বনামধন্য ৩৬টি স্টল এবারের মেলায় অংশ নিচ্ছে। মেলার স্টলগুলোতে খাদ্যসমগ্রী, কুটির শিল্প, ট্যুরিজম, শিক্ষাসেবা, স্বাস্থ্যসেবা, বস্ত্রসহ বিভিন্ন রকমারী পণ্য পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।