ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

৬০ ফিট লম্বা জাতীয় পতাকা নিয়ে স্মৃতিসৌধে নতুন প্রজন্ম

আবির আব্দুল্লাহ, জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
৬০ ফিট লম্বা জাতীয় পতাকা নিয়ে স্মৃতিসৌধে নতুন প্রজন্ম

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে হাজির হয়েছেন গাজীপুর জেলার রাজেন্দ্রপুরের ইকবাল সিদ্দিকী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। তবে, সবার মতো শুধু ফুল কিংবা ব্যানার নিয়ে তারা আসেননি।

বরং ৬০ ফিট দৈর্ঘ্য বিশিষ্ট জাতীয় পতাকা নিয়ে হাজির হয়েছেন তারা।

শনিবার (২৬ মার্চ) সকাল পৌনে নয়টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

অনুভূতি ব্যক্ত করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী সায়েমা ইসলাম বাংলানিউজকে বলেন, ‘আমি এবারই প্রথম জাতীয় স্মৃতিসৌধে এসেছি। আমরা এখানে কলেজের প্রায় সব শিক্ষার্থীই এসেছি। আমরা বীর শহীদদের সম্মান জানাতে চাই। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সবার কাছ থেকে আরও ভালোভাবে জানতে চাই। ’

৬০ ফিট লম্বা জাতীয় পতাকার পেছনের গল্প জানতে চাইলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী বাংলানিউজকে বলেন, ‘এই অসাধারণ আইডিয়া আমাদের শিক্ষার্থীদের মাথা থেকেই এসেছি। আমরা কলেজ কর্তৃপক্ষ শুধু তাদের সঙ্গে সমন্বয় করেছি। তরুণদের হাত ধরেই যে বাংলাদেশ তার স্বাধীনতার লক্ষ্যে পৌঁছাতে পারবে এটাই তার উজ্জ্বল দৃষ্টান্ত। তরুণ শিক্ষার্থীদের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানার যে স্পৃহা সেটা নিবারণে আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। ’

তবে, ক্ষোভ প্রকাশ করে ইকবাল সিদ্দিকী বলেন, ‘আজ মহান স্বাধীনতা দিবস। আমরা স্বাধীনতার ৫০ বছর অতিক্রম করে ফেলেছি। কিন্তু আজ জাতীয় স্মৃতিসৌধে এসে দেখলাম কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া আর কেউই জাতীয় পতাকা নিয়ে আসেনি। কিন্তু জাতীয় পতাকা আমাদের মর্যাদার বিষয়। দিনে দিনে মানুষের চেতনাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে, মানুষ শুধু মুখেই চেতনা চেতনা বলে বুলি আওড়ায়। কিন্তু অন্তরে সেই চেতনাকে লালন করছে।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা মার্চ ২৬, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।