ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

ফেনীতে ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
ফেনীতে ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত

ফেনী: ফেনীর দাগনভূঁইয়া থানার সামনে ট্রাকচাপায় সড়কে কর্মরত দুই শ্রমিক নিহত হয়েছেন। রোববার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- দাগনভূঁইয়ার বারাহীগুনী মোল্লাঘাটা এলাকার আবুল হোসেনের ছেলে আজমীর (২৮) ও কুমিল্লার মিয়ার বাজার রামচন্দ্রপুর এলাকার সাদেক আলীর ছেলে আবুল খায়ের (৩৫)।

দাগনভূঁইয়া থানার পরিদর্শক (ওসি) মুহাম্মদ হাসান ইমাম জানান, রাতে ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই’র শ্রমিকরা ফেনী-নোয়াখালী সড়কে ডিভাইডারের কাজ করছিলেন। এমন সময় দাগনভূঁইয়া থেকে ফেনীমুখী একটি ট্রাক ওই দুই শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।  

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা গেলে এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। এছাড়া মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।