ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

ওয়ারীতে বাসের ধাক্কায় রিকশা আরোহীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
ওয়ারীতে বাসের ধাক্কায় রিকশা আরোহীর মৃত্যু

ঢাকা: রাজধানীর ওয়ারী ইউনি মাঠ শেরে বাংলা স্কুলের গলির মুখে আনন্দ পরিবহনের একটি বাসের চাপায় রিকশা আরোহী রাফিকা পাঠান (২৭) নামে গৃহিণী মারা গেছে।

সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনাটি ঘটে।

ঘটনার পরপরই ওই নারীকে উদ্ধার করে সালাউদ্দিন হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায়।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন হাওলাদা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই রিকশা ধাক্কা দিয়ে টেনে অনেক দূরে নিয়ে যায়। এ ঘটনায় রিকশা চালকসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছে। বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে। বাসটি জব্দ করা হয়ে এবং চালককে আটক করা হয়েছে। নিহত নারীর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।