ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

জিপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল বাইক চালকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
জিপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল বাইক চালকের

বান্দরবান: বান্দরবানের লামায় যাত্রীবাহী জিপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছোটন শীল (২৬) নামে এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন।

সোমবার (২৮ মার্চ) সকাল ৮টায় লামা-চকরিয়া সড়কের ইয়াংছার বদুরঝিরিতে এ দুর্ঘটনা ঘটে।

  নিহত ছোটন শীল বান্দরবানের আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবের মিয়া পাড়ার মৃত পরীমল শীলের ছেলে। নিহত ছোটন চট্টগ্রামের লোহাগাড়ায় কিয়াম নামে এক ক্রোকারিজ কোম্পানিতে চাকরি করতেন।

লামা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ লামা থানায় নেয়া হয়েছে।  

নিহতের বড় ভাই সজীব শীল বাংলানিউজকে বলেন, আমার ছোট ভাই ছোটন ছুটিতে বাড়িতে এসেছিল। সকাল ৭টায় লোহাগাড়া কর্মস্থলে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বের হন। যাত্রা পথে জিপ গাড়ির চাপায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।