ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক 

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা শিবিরের একটি ঘর থেকে ১০ হাজার ইয়াবাসহ হামিদ হোসেন (৩৫) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার ( ২৯ মার্চ) সকাল সাড়ে এগারোটার দিকে ৮  আমর্ড পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন এ অভিযান চালায়।

আটক হামিদ হোসেন (৩৫) ১৯ নম্বর রোহিঙ্গা শিবিরের বি১০ ব্লকের আলী হোসেনের ছেলে।

৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে পুলিশ ইন্সপেক্টর (নিরস্ত্র) মো.মাহবুব আলমের নেতৃত্বে, এসআই (নি.) মো. কামরুল আলম,  এসআই (নি.) সঞ্জয় দত্ত এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ হামিদ হোসেনে ঘরে অভিযান চালান। এ সময় ১০ হাজার ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হামিদ হোসেনকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
এসবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।