ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

ট্রেনে ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিলেন ছাত্ররা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
ট্রেনে ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিলেন ছাত্ররা

কুমিল্লা: ট্রেনে সুমন মিয়া (২১) নামে ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছেন কলেজ ছাত্ররা।  

বুধবার (৩০ মার্চ) বেলা ১১টা ১০ মিনিটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

 

সুমন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার ওসমানীপুরের আসকর মিয়ার ছেলে।

জানা যায়, বুধবার দুপুর ১টায় স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা ছিল। কুমিল্লার সব কলেজের (ভিক্টোরিয়া কলেজ ব্যতীত) পরীক্ষা অনুষ্ঠিত হয় ভিক্টোরিয়া সরকারি কলেজে। সে কারণে কুমিল্লার দক্ষিণাঞ্চলের অন্যান্য উপজেলার পরীক্ষার্থীরা চট্টলা এক্সপ্রেস ট্রেনে করে কুমিল্লায় আসেন। এদিন লাকসাম থেকে ট্রেনটি ছেড়ে আসার ১০ মিনিটের মাথায় ভিড়ের মধ্য থেকে এক ছাত্রীর ব্যাগ থেকে মোবাইল ফোন নিয়ে সামনে চলে যাচ্ছিলেন সুমন। এসময় পাশের ছাত্ররা টের পেয়ে তাকে ঘিরে ধরেন। বিষয়টি কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়িকে জানানো হলে সহকারী উপ-পরদর্শক (এএসআই) দিনমণি চট্টলা ট্রেনের ওই বগির সামনে হাজির হন। সেখান থেকে সুমনকে আটক করেন তিনি।

ওই ট্রেনের যাত্রী লাকসাম নবাব ফয়জুন্নেছা স্কুলের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ হাসান বলেন, আমরা টের পেলে ওই ছিনতাইকারী মোবাইল ফোনটি ট্রেনের মেঝেতে ফেলে দেন। এসময় সবাই মিলে তাকে ধরে ফেলি।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই দিনমণি জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।