ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

সচিবালয়ে প্রবেশে ম্যানুয়েল কার্ড বাতিলসহ নতুন ৬ নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
সচিবালয়ে প্রবেশে ম্যানুয়েল কার্ড বাতিলসহ নতুন ৬ নির্দেশনা

ঢাকা: বাংলাদেশ সচিবালয়ে কাজকর্ম নির্বিঘ্ন করতে নতুন করে ৬টি নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নির্দেশনায় সচিবালয়ে প্রবেশে ম্যানুয়েল কার্ড বাতিলসহ গাড়ির প্রবেশ নিতে হবে নতুন পাস ও এক মাসের মধ্যে সরাতে হবে অকেজো গাড়ি।

সম্প্রতি নতুন নির্দেশনা দিয়ে জননিরাপত্তা বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. ফিরোজ উদ্দিন খলিফা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয় দেশের সর্বোচ্চ প্রশাসনিক কেন্দ্র এবং একটি সংরক্ষিত গুরুত্বপূর্ণ স্থাপনা। সচিবালয়ের কাজকর্ম নির্বিঘ্নে করার লক্ষ্যে ৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত ৬টি হলো- বাংলাদেশ সচিবালয়ে কর্মরত সকল উপ-সচিব এবং বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের মাইক্রোবাস মুক্তাঙ্গন/নির্ধারিত ইসলামিক ফাউন্ডেশনের পার্কিং-এ অবস্থান করতে হবে। কোনো মতেই সচিবালয়ে অবস্থান করবে না। প্রটেকশনের গাড়ি কোনক্রমেই বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করবে না। সচিবালয়ের বাইরে পূর্ব পাশে/প্রাপ্তি সাপেক্ষে ওসমানী উদ্যানে প্রটেকশনের গাড়ি পার্কিং করবে। স্টিকার বিহীন ও অনুমতি ছাড়া কোনো গাড়ি সচিবালয়ে প্রবেশ করবে না।

এছাড়া বাংলাদেশ সচিবালয়ের সম্মুখ ভাগ অর্থাৎ আব্দুল গণি সড়কে কোনো রিক্সা/ভ্যান চলাচল করবে না। সচিবালয়ে প্রবেশের জন্য সব ধরণের ম্যানুয়েল কার্ড আগামী ২ মাসের মধ্যে বাতিল করা হবে। আগে ইস্যু করা গাড়ির প্রবেশ পাস আগামী ১০ জুন পর্যন্ত সচল থাকবে। গাড়ির নতুন প্রবেশ পাস দেওয়া হবে। সচিবালয়ের ভেতরে অকেজো ও ভাঙা গাড়িগুলো এক মাসের মধ্যে সরিয়ে নিতে হবে।

এমতাবস্থায়, সংশ্লিষ্ট সকলকে উল্লিখিত নির্দেশনাগুলো পালনের জন্য অনুরোধ করা হয়েছে ওই চিঠিতে।

এর আগে গত ২৪ জানুয়ারি চারটি নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছিল। আগের নির্দেশনায় বলা হয়েছিলো- সচিবালয়ের সম্মুখভাগসহ চারপাশে এবং ভেতরে বিভিন্ন ভবনের দেয়ালে কোনোরূপ তোরণ/স্ট্যান্ড, ব্যানার, পোস্টার, ফেস্টুন, লিফলেট, স্থাপন/সাঁটানো/ঝুলানো যাবে না। নতুন নির্দেশনায় এ বিষয়টি বাদ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
জিসিজি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad