ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জানালেন রেলমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মে ১১, ২০২৪
শহীদ  এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জানালেন রেলমন্ত্রী

রাজশাহী: রাজশাহী সফরে গিয়ে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

শনিবার (১১ মে) সকাল ১১টার দিকে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে তার আত্মার মাগফিরাত কামনা করেন সেখানে মোনাজাত করেন। এ সময় তার সাথে ছিলেন রাজশাহী সদর-২ (সদর) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

এছাড়া রাজশাহী মহানগর আওয়ামী লীগের স্থানীয় নেতারা এ সময় রেলমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। এখান থেকে রেলমন্ত্রী রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ তিনি অসুস্থ রেলকে সুস্থ করতে কাজ করে যাচ্ছেন।

রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, রেললাইন এক সময় ধুঁকে ধুঁকে চলেছে। বিভিন্ন জায়গায় রেলের লাইন খুলে বিক্রি করে দেওয়া হয়েছে। দক্ষ কর্মচারীদের গোল্ডেন হ্যান্ডশেকের নামে বিদায়ও করা হয়েছিল। কিন্তু সেই রেলকে পুনরুজ্জীবিত করা হয়েছে। এখন আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে রেলকে সুস্থ করার জন্য কাজ করছি। এজন্য সবাইকে পাশে চাই।

এ সময় চলতি মৌসুমেও ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ চালু করা হবে জানান। আম পরিবহন বিষয়ে মন্ত্রী বলেন, আম পচনশীল ও সহজে নষ্ট হয় তাই এটি পরিবহন খুবই সেন্সিটিভ। রেল যে ভাড়ায় আম পরিবহন করছে তা খুবই কম। আম ট্রাকযোগে পাঠাতে ৩ থেকে ৪ টাকা কেজি পড়ে। তাই রেলপথে আম পরিবহন করলে তা অনেক বেশি সাশ্রয়ী হবে। হয়তো কিছু সমস্যা ও ত্রুটির থাকবেই। কিন্তু সেগুলো আমরা সমাধান করবো। আর শিগগিরই ডবল লাইনের কাজ শুরু করা হবে। সেজন্য প্রকল্প প্রণয়ন করা হচ্ছে বলেও জানান রেলমন্ত্রী।

আমবিষয়ক সেমিনারের অংশগ্রহণের জন্য ট্রেনযোগে গতকাল শুক্রবার (১০ মে) রাতে রেলমন্ত্রী রাজশাহী গিয়ে পৌঁছান। এরপর রাজশাহী সার্কিট হাউসে রাত্রী যাপন করেন। রাতে সেখানে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য শফিকুর রহমান বাদসাসহ মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আজ রেলমন্ত্রী সেই সেমিনারে অংশগ্রহণ করেন। এরপর সরকারি কর্মসূচিতে যোগদানের জন্য বিকেলে রেলমন্ত্রী রাজশাহী থেকে রাজবাড়ীর উদ্দেশে রওনা হন।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, মে ১১, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।