ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা কলেজের সামনে সংঘর্ষে আহতরা ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
ঢাকা কলেজের সামনে সংঘর্ষে আহতরা ঢামেকে

ঢাকা: রাজধানীর ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সাত ছাত্র আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহতরা হলেন- কায়েছ (২৪), জসিম উদ্দিন (২৮), সুজন (২৮), খোকন (২৮), রুবেল (২৬), মামুন (২৬), শিহাব(২৬)। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত সাতজন ছাত্র আহত অবস্থায় জরুরি বিভাগে আসেন। তাদের কয়েক জনের হাতে ও পায়ে আঘাত রয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর না।  

তিনি আরো জানান, আহতরা কোন কলেজের ছাত্র এটা এখনো জানা যায়নি। সংঘর্ষের বিষয়ে কথা বলতে গেলে আহতদের কেউ কথা বলতে রাজি হয়নি।

এদিকে বুধবার (৩০ মার্চ) রাতে দিকে ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে কী কারণে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে, এখনো তা পুলিশ জানাতে পারেনি।
ঘটনাস্থল থেকে এক ব্যক্তি জানান, সংঘর্ষের কারণে এক পাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্যপাশের রাস্তা স্বাভাবিক থাকলেও চারিপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
এজেডএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।