ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিংগাইরে চিরকুট লিখে মসজিদের ভেতরে ইমামের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
সিংগাইরে চিরকুট লিখে মসজিদের ভেতরে ইমামের আত্মহত্যা

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মসজিদের ভেতর থেকে মো. ফেরদৌস ইসলাম (৩০) নামে এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে ধল্লা ইউনিয়নের নয়াপাড়া পাকা জামে মসজিদ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ফেরদৌস বরিশালের মুলাদি থানার চর মাধপরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

প্রত‍্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্থানীয়রা মসজিদের ইমামের থাকার কক্ষের জানালার ফাঁক দিয়ে ফ‍্যানের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় ফেরদৌসকে দেখতে পায়। এরপর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় তার পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।

পরে তার মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব‍্যপারে ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাংলা নিউজকে বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছি। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।