ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভুয়া মেজরের গাড়িকে সাইড না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
ভুয়া মেজরের গাড়িকে সাইড না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা আটক ভুয়া মেজর সাদউল্লাহ

ঢাকা: রাজধানীর ধানমন্ডির তিন নম্বর রোডে সাইড না দেওয়ায় একটি প্রাডো গাড়ি থেকে বের হয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের অপরাধ বিষয়ক প্রতিবেদক মাসুদুর রহমানের ওপর হামলা চালান এক ব্যক্তি। তার নাম সাদউল্লাহ, নিজেকে তিনি মেজর হিসেবে মিথ্যা পরিচয় দেন।

শুক্রবার (১ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ ঘটনার পর ওই ভুয়া মেজরকে আটক করে থানায় নিয়ে যায় টহলরত পুলিশ।

ভুক্তভোগী সাংবাদিক মাসুদুর রহমান বলেন, ধানমন্ডির ওই সড়ক হয়ে ব্যক্তিগত মোটরসাইকেলে নিজের সাইড দিয়ে যাওয়ার সময় একটি প্রাডো গাড়ি আমার দিকে চাপতে থাকে। আমি সরে সাইড না দেওয়ায় মেজর পরিচয় দিয়ে আমার ওপর আক্রমণ চালায়। তার হাতে ছিল একটি ওয়াকিটকি। পরে ছবি তোলার সময় তা লুকিয়ে রাখেন তিনি। এসময় ঘটনাস্থলে ধানমন্ডি থানা পুলিশের একটি টহলরত টিম ভুয়া মেজর পরিচয় দেওয়া সাদউল্লাহকে আটক করে থানায় নিয়ে গেছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সাংবাদিক মাসুদুর রহমান।

ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, হামলাকারী মেজর নয়, তিনি ব্যবসায়ী। আমি থানার বাইরে আছি, থানায় গেলে বিস্তারিত জানতে পারব।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২২
পিএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।