ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে দুইদিন ধরে নিখোঁজ ইউপি সদস্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
হবিগঞ্জে দুইদিন ধরে নিখোঁজ ইউপি সদস্য

হবিগঞ্জ: বাড়ি থেকে বের হয়ে দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন হবিগঞ্জ সদর উপজেলার তিন নম্বর তেঘরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই নম্বর ওয়ার্ডের সদস্য মো. লিটন মিয়া। তার ব্যক্তিগত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।

লিটন মিয়া তেঘরিয়া ইউনিয়নের চরগাঁও গ্রামের বাসিন্দা। গত নির্বাচনে তিনি প্রথমবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে, তিনি সিএনজি অটোরিকশা চালক ছিলেন।

পরিষদের চেয়ারম্যান এমএ মোত্তালিব বাংলানিউজকে জানান, লিটন মিয়া মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি হবিগঞ্জ সদর মডেল থানায় জানানো হয়েছে।

এ বিষয়ে সদর থানার উপ পরিদর্শক (এসআই) সনক কান্তি দেব বাংলানিউজকে বলেন, নিখোঁজ হওয়ার খবর পেলে পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।