ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শেখ আলাউদ্দিন (৪০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।  

রোববার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার তারালী ইউনিয়নের গোলখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ আলাউদ্দিন উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামের মৃত শেখ শাহামতের ছেলে।

আলাউদ্দিনের সহকর্মী আব্দুর রহমান জানান, তিনি ও আলাউদ্দিন গোলখালী গ্রামের একটি বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। হঠাৎ একতলার ছাদের কার্নিশ থেকে নিচে পড়ে আহত হন আলাউদ্দিন। এ অবস্থায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. রূপা খান তাকে মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রূপা খান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।