ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের পর ফোন ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২২
প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের পর ফোন ছিনতাই

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে এক শারীরিক প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে ধর্ষণের পর তার স্মার্টফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ এপ্রিল) পুঠিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

দুপুরে পুলিশ ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে। তবে ওই ছিনতাইকারীদের এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দি হোসেন বাংলানিউজকে বলেন- বুধবার (১৩ এপ্রিল) রাতে ভ্যানে করে বাড়ি ফেরার সময় ছিনতাইকারীদের কবলে পড়ে ওই স্কুল ছাত্রী। ৪-৫ জন ছিনতাইকারী অস্ত্রের মুখে তাকে ভ্যান থেকে নামিয়ে পাশের একটি কলা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে তার স্মার্ট ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর ওই স্কুল ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়। সকালে তার মা বাদী হয়ে ধর্ষণ ও ছিনতাইয়ের মামলা করেছেন। মামলার পর দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। তিনি দশম শ্রেণির ছাত্রী। পায়ে সমস্যা থাকায় তাকে খুঁড়িয়ে হাঁটতে হয়। আত্মীয়ের বাড়িতে ইফতার করে রাতে বাড়ি ফেরার পথে তিনি ধর্ষণ ও ছিনতাইয়ের শিকার হন। বর্তমানে দোষীদের শনাক্তের চেষ্টা চলেছে।

শিগগিরই এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২২
এসএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।