ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবসরের দুদিন আগে সচিব হলেন মুস্তাকিম বিল্লাহ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, মে ১০, ২০২৪
অবসরের দুদিন আগে সচিব হলেন মুস্তাকিম বিল্লাহ

ঢাকা: সচিব পদে পদোন্নতি পেয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মুস্তাকিম বিল্লাহ ফারুকী। অবসরে যাওয়ার মাত্র দুদিন আগে তাকে পদোন্নতি দেওয়া হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার (৮ মে) তাকে পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতির পর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। শুক্রবার (১০ মে) তার অবসর উত্তর ছুটি শুরু হয়েছে।

বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের এ কর্মকর্তা গত ১ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগ দেন।

মুস্তাকিম বিল্লাহ এর আগে ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব এবং পরে অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, মে ১০, ২০২৪
এমআইএইচ/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।