ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাইম হত্যার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
নাইম হত্যার ঘটনায় মামলা

কুমিল্লা: সাবেক সংবাদকর্মী মহিউদ্দিন সরকার নাইমকে গুলি করে হত্যার ঘটনায় বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে বুড়িচং থানায় মামলাটি দায়ের করেন নিহতের মা নাজমা আক্তার।

 

কুমিল্লার শীর্ষ মাদক ব্যবসায়ী রাজুসহ তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়। বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতের মা নাজমা আক্তার মামলা দায়ের করেছেন। আমরা মামলার আবেদনটি গ্রহণ করেছি। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

মামলার বাদী নাজমা আক্তার বলেন, পুলিশ সুপার আমাকে আশ্বাস দিয়েছেন, দ্রুতই আসামিদের ধরা হবে। আমি অপেক্ষায় আছি, যারা আমার বুক খালি করেছে, তাদের শাস্তি দেখার জন্য।
এর আগে ১৩ এপ্রিল রাত পৌনে ১১টার দিকে বুড়িচং উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী নগর এলাকায় মাদক কারবারিরা নাইমকে গুলি করে হত্যা করে।
এক সময়ে সাংবাদিকতা করতেন মহিউদ্দিন সরকার নাইম (২৮)। কিন্তু বিগত দিনগুলোতে কাজ করতেন পুলিশ, র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সোর্স হিসেবে।

আরও পড়ুন:

মাদক বিরোধী অবস্থানের কারণে খুন হন পুলিশের সোর্স নাইম 

মাদক কারবারিদের গুলিতে যুবক নিহত

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।