ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

বাড্ডায় মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
বাড্ডায় মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডায় মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর।

শুক্রবার (১৫ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তর বাড্ডা ইবনে সিনা হাসপাতালের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন মধ্যরাতে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইমন নামে এক যুবক উত্তর বাড্ডা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলো। ইবনে সিনা হাসপাতালের সামনে দিয়ে ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। তখন ওই মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে সঙ্গে সঙ্গে ওই যুবকই তাকে ঢাকা মেডিক্যাল নিউরোসার্জারি ১০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ওই ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা যায়নি। তার পরনে ছিল সাদা পায়জামা পাঞ্জাবি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।