ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গো-খাদ্যের বস্তায় ২ কেজি করে কম, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
গো-খাদ্যের বস্তায় ২ কেজি করে কম, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা  

সিরাজগঞ্জ: ৪০ কেজি গো-খাদ্যের বস্তায় ৩৮ কেজি এবং ২৫ কেজির বস্তায় ২৪ কেজি দেওয়ার অপরাধে সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলার তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

শুক্রবার (১৫ এপ্রিল) সকালে ছুটির দিন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে শাহজাদপুরের বাঘাবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

 

এসময় স্যানিটারি ইন্সপেক্টর মো. মাহাবুব রহমান ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো বাঘাবাড়ি এলাকার নিউ যমুনা ক্যাটল ফিড, চাচা-ভাতিজা ক্যাটল ফিড ও বাঘাবাড়ি ক্যাটল ফিড।  

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বাংলানিউজকে জানান, শুক্রবার সকালে বাঘাবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এসময় তিনটি প্রতিষ্ঠানে গো-খাদ্যের বস্তায় মোড়কজাত আইনে সর্বোচ্চ খুচড়া মূল্য লেখা পাওয়া যায়নি। এছাড়াও ৪০ কেজির বস্তায় ৩৮ এবং ২৫ কেজির বস্তায় ২৪ কেজি গো খাদ্য পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ছিল, বস্তায় মূল্য না দিয়ে ইচ্ছামমো দাম নির্ধারণ করার এবং নিম্নমানের গো-খাদ্য তৈরি করার। এসব বিষয়ে তাদের সতর্ক করে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।