ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে নারীর মুখ বাঁধা মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
বাগেরহাটে নারীর মুখ বাঁধা মরদেহ

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে গলা ও মুখ বাঁধা অবস্থায় ফরিদা বেগম ওরফে জাহানারা (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৭ এপ্রিল) সকালে ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের তার নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

রাতের কোন এক সময় কেউ শ্বাস রোধ করে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।

হত্যার শিকার ফরিদা বেগম বারাশিয়া গ্রামের মৃত রবিউল ইসলাম সরদারের স্ত্রী। একমাত্র মেয়ে শ্বশুর বাড়িতে থাকায় একাই স্বামীর বসত ঘরে থাকতেন ফরিদা বেগম।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুজ্জামান বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মুখ ও গলা গামছা দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।