ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে অবৈধ পলিথিন কারখানায় অভিযান, মালিক আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
ঈশ্বরদীতে অবৈধ পলিথিন কারখানায় অভিযান, মালিক আটক

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী পৌরসভায় অবৈধ পলিথিন কারখানা থেকে বিপুল পরিমাণ পলিথিন তৈরির কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করা হয়। এসময় ওই কারখানার মালিক শিপন আলী মালিথাকে (৩৫) আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার (১৮এপ্রিল) দুপুরে ঈশ্বরদী পৌর এলাকার শৈলপাড়া অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালানো হয়েছে।

পলিথিন কারখানার মালিক শিপন ঈশ্বরদী শৈলপাড়া এলাকার নওফেল মালিথার ছেলে। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন সেক্টর ম্যানেজ করে মাসোহারা দিয়ে অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিল।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন থেকে শিপন অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করে আসছিলেন। পাবনা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোববার খোঁজ নিয়ে সত্যতা মেলে। এসময় অভিযান চালিয়ে পলিথিন তৈরির কাঁচামাল, সরঞ্জাম জব্দ করে পুলিশ। এসময় কারখানার মালিক শিপনকে আটক করা হয়।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওই গোয়েন্দা পুলিশের ওই ভারপ্রাপ্ত কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।