ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সংঘর্ষ বন্ধে ফরিদপুরে দেশীয় অস্ত্র জমা দিল গ্রামবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
সংঘর্ষ বন্ধে ফরিদপুরে দেশীয় অস্ত্র জমা দিল গ্রামবাসী

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সংঘর্ষ বন্ধে দেশীয় অস্ত্র জমা দিয়েছেন গ্রামবাসী।

উপজেলার ঘোষপুর ইউনিয়নে গোয়ালবাড়ি ও চরদ্বৈতকাঠি গ্রামের দুই গ্রুপে দলীয় কোন্দল নিরসনের লক্ষে ঢাল সড়কি জমা দিয়েছেন।

 

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) সুমন কর বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

জানা যায়, রোববার (১৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার গোয়ালবাড়ি স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিনের কাছে ঢাল সড়কি জমা দেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল বোয়ালমারী শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা মোস্তফাজ্জামান সিদ্দিকী ও একই ইউনিয়নের আরিফুর রহমান।

জমাদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সালাউদ্দিন, উপ-পরিদর্শক (এসআই) কাজী আবুল বাশার প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।