ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরার মহম্মদপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
মাগুরার মহম্মদপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

মাগুরা: মাগুরার মহম্মদপুরের উপজেলার মোবারকপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় কবির মোল্যা (৪০) নামে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

বুধবার (১৬ এপ্রিল) সকালে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কবির ওই গ্রামের রইচ উদ্দিন মোল্ল্যার ছেলে।  

এলাকাবাসী জানায়, মোবাকরপুর গ্রামের এক কিশোরীর শ্লীলতাহানির ঘটনা নিয়ে গত ১৬ এপ্রিল স্থানীয় মাতবরের বাড়িতে সালিশ বৈঠক বসে। বৈঠকে বাকবিতণ্ডায় একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি হন কবির মোল্ল্যা ও তার ভাই আকবর মোল্ল্যা। পরে কবিরের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) ইকরামূল হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, প্রতিপক্ষের হামলার শিকার হয়ে চিকিৎসাধীন কবির মোল্ল্যার মৃত্যুর সংবাদে সহিংসতা এড়াতে মোবারকপুর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।