ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নানা অনিয়মের অভিযোগে মাগুরায় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
নানা অনিয়মের অভিযোগে মাগুরায় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

মাগুরা: মাগুরায় নানা অনিয়মের অভিযোগে শহরের ৮টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তর।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে শহরের বিভিন্ন ইলেকট্রক্সি শো, বিভিন্ন প্রকার খাবার সামগ্রী দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, খুচরা খাবারে মূল্য তালিকা না থাকা, মিথ্যা বিজ্ঞান দিয়ে সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ এ জরিমানা করা হয়।

মাগুরা জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক মো. মামুনুল হাসান বলেন, শহরের বিভিন্ন দোকান ও শোরুমগুলোতে পণ্যের গায়ে খুচরা মূল তালিকা ছিলনা তাছাড়া সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করায় এ ৮টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা  জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।