ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরগুনায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
বরগুনায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বরগুনা: মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণের দায়ে বরগুনা পৌরসভা শহরের প্রসাধনী বিক্রেতা দু’জনকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে শহরের কলেজ রোড ও কসমেটিকস পট্টি বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদপ্তর বরগুনা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস।

সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, জরিমানা আরোপের পাশাপাশি সকাইকে মাস্ক পরিধান করা, স্বাস্থ্যবিধি মেনে চলা ও দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্য বাড়ানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।