ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ভোলায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ভোলায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ভোলা: অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে ভোলায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে জেলা সদর রোডে বাজার তদারকিমূলক এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তর ভোলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।

 

তিনি জানান, অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে জেলা সদর রোডের হীরা ফ্যাশনের মালিককে দুই হাজার, রাজরাণী স্টোরের মালিককে এক হাজার ও অনুমোদন ও আমতানিকারক না থাকায় এক কসমেটিক্সের মালিককে তিন হাজারস টাকা জরিমানা করে আদায় করা হয়।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।