ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবচরে ছাদ থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
শিবচরে ছাদ থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু প্রতীকী ছবি

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে ছাদ থেকে পড়ে মিরাজ হাওলাদার (২৮) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মিরাজ ওই ইউনিয়নের দক্ষিণ বাঁশকান্দি গ্রামের ছালাম হাওলাদারের ছেলে।

জানা গেছে, মিরাজ শেখপুর বাজারে একটি নির্মাণাধীন ভবনে কাজ করতেন। বৃহস্পতিবার সকাল থেকে সেখানে কাজ করছিলেন তিনি। বিকেলে ছাদ ঢালাই শেষে নামতে গিয়ে পা ফসকে ছাদ থেকে পড়ে যান। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।