ঢাকা, মঙ্গলবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৫ জুন ২০২৪, ১৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
রাজবাড়ীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১  দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর এলাকায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব হোসেন (৩৪) একজন নিহত হয়েছেন।

শুক্রবার (২২ এপ্রিল) দিনগত রাত পৌনে ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব মাগুরা জেলার কুকনা গ্রামের সিরাজ বিশ্বাসের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটির চালক ছিলেন।

আলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, শুক্রবার দিনগত রাতে মাগুরা থেকে যাত্রী নিয়ে মাইক্রোবাসটি ঢাকায় যাচ্ছিল। পথে রাত পৌনে ২টার দিকে মজলিশপুর আখ সেন্টার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালক বিপ্লব নিহত হন। ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা যাত্রীরা সামান্য আঘাতপ্রাপ্ত হওয়ায় তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

নিহত বিপ্লবের বড় ভাই মিরাজ হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।