ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ট্রলারে পাওয়া গেল দেড় মণ হাঙর, ১০ কেজি শাপলাপাতা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
ট্রলারে পাওয়া গেল দেড় মণ হাঙর, ১০ কেজি শাপলাপাতা

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৬০ কেজি হাঙর, ১০ কেজি শাপলা পাতা মাছসহ পাঁচ জনকে আট করেছে কোস্টগার্ড।

শনিবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

পরে আটকদের আর্থিক জরিমানা করে মাছগুলো বিনষ্ট করা হয়।

কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশন কমান্ডার লে. এইচ.এম.এম. হারুন অর রশিদ জানান, বিষখালী নদীতে ‘চার বোন’ নামক একটি কাঠের ট্রলারে তল্লাশি করে ওসব মাছসহ তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বন বিভাগের স্থানীয় রেঞ্জ কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয় ।

এরপর জব্দকৃত হাঙর ও শাপলা পাতা মাছ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করলে সেগুলো মাটি চাপা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।