ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

শাল্লায় বাঁধ ভেঙে তলিয়ে গেল তিন জেলার ধান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
শাল্লায় বাঁধ ভেঙে তলিয়ে গেল তিন জেলার ধান 

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছায়ার হাওরের মাউতি ফসলরক্ষা বাঁধ ভেঙে তলিয়ে গেছে তিন জেলার ধান।

রোববার (২৪ এপ্রিল) সকালে বাঁধ ভেঙে বিকেল পর্যন্ত হাওরে পানি ঢুকছে।

এতে করে নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং শাল্লার হাওরের ফসল তলিয়ে গেছে।

ছায়ার হাওরের কৃষক কমল দাশ জানান, সকাল থেকেই হাওরে পানি ঢোকা শুরু করেছে। গতকাল কালবৈশাখী ঝড়ের সঙ্গে প্রচুর বৃষ্টি হয়। এর পর সকাল থেকে মাউতি বাঁধে ফাটল দেখা দেয়। কিছুক্ষণ পরে পানির চাপে বাঁধ উপচে সবদিক দিয়ে পানি প্রবেশ করা শুরু করে একপর্যায়ে বাঁধ ভেঙে যায়। আমার অনেক জমির ধান ওই পানির নিচে তলিয়ে গেছে।

তবে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তালেব দাবি করেন, এই হাওরের ৯০ ভাগ ধান কাটা শেষ।  

তিনি জানান, নদীর পানির চাপ বেড়েছে। পানির চাপে আজ সকালে বাঁধ দিয়ে পানি প্রবেশ করা শুরু করে তবে ক্ষতি তেমন একটা হবে না কারণ এই হাওরের ৯০ ভাগ ধান কাটা শেষ।

শাল্লা উপজেলার বাহারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু বাংলানিউজকে জানান, শাল্লার ছায়ার হাওরের জমি তিন জেলায় গিয়ে পড়েছে, সুনামগঞ্জের শাল্লা, নেত্রকোনার খালিয়াজুড়ি ও কিশোরগঞ্জের ইটনা। এর মধ্যে বেশি অংশ সুনামগঞ্জের। তবে ইউএনও মহোদয় যে ৯০ ভাগ ধান কাটা হয়ে গিয়েছে বলছেন সেই তথ্য মানতে পারলাম না কারণ হাওরে এখনো অর্ধেক ধান রয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা,  এপ্রিল ২৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।